নিজস্ব প্রতিবেদকঃ
শ্রমিকদের রেশন, চিকিৎসা, শিক্ষা, আবাসনসহ সামাজিক নিরাপত্তায় জরুরি ভিত্তিতে মহার্ঘ্য ভাতা প্রদানের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।
কর্মসূচির সভাপতিত্ব করেন, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে সংগঠনের সমন্বয়কারী চৌধুরী ইসলাম সবুজ।
বৃহস্পতিবার (২৩) জুন জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে সংগঠনটি এ দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা জাতীয় বাজেটে শ্রমিকের জন্য বরাদ্দ কোথায় জানতে চেয়ে বলেন-
শ্রমিকের শ্রমে রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে, বৈদেশিক রপ্তানি আয় বেড়েছে, রেমিট্যান্স আসছে, কলকারখানা চলছে।
কিন্তু শ্রমিকরা আজ সবচেয়ে অবহেলিত।
মালিকরা শোষণ করে উৎপাদন বাড়াচ্ছে ঠিকই, কিন্তু শ্রমিকদের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করছে না।
এতে আরও উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন সমন্বয়কারী ফয়েজ হোসেন, গার্মেন্টস সংহতির সভা প্রধান তাসলিমা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা রাজু আহমেদসহ প্রমুখ।
+ There are no comments
Add yours