বাসযোগ্যতার সূচকে ১৭২টি শহরের মধ্যে ১৬৬তম ঢাকা

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

বাসযোগ্যতার দিক থেকে খারাপ অবস্থানে থাকা শহরগুলোর মধ্যে ৭ম স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

বাসযোগ্যতার বিচারে বিশ্বের বড় ১৭২টি শহরের মধ্যে চলতি বছর ১৬৬তম অবস্থানে আছে শহরটি।

যুক্তরাজ্যভিত্তিক মিডিয়া কোম্পানি দ্যা ইকোনমিস্ট গ্রুপের গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) তাদের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অবশ্য বাসযোগ্য শহরের এ তালিকায় আগের বছরের চেয়ে তিন ধাপ এগিয়েছে ঢাকা।

২০২১ সালের সূচকে ১৪০টি শহরের মধ্যে ১৩৭তম ছিল বাংলাদেশের রাজধানী।

প্রতি বছর বসবাসযোগ্যতার বিচারে বিশ্বের বড় শহরগুলোর তালিকা প্রকাশ করে ইআইইউ।

যে পাঁচ সূচকের ওপর ভিত্তি করে এই জরিপ চলানো হয়ঃ-

  • স্থিতিশীলতা
  • স্বাস্থ্যসেবা
  • সংস্কৃতি
  • পরিবেশ
  • শিক্ষা ও অবকাঠামো

জরিপে পয়েন্টের সর্বোচ্চ ঘর ১০০।

যে শহর যত বেশি পয়েন্ট পায়, তালিকায় সেটির অবস্থান থাকে তত ওপরে। চলতি বছর ১৭২টি দেশের ওপর জরিপ চালানো হয়েছে।

বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, গত বছরের তালিকায় এই শহরের অবস্থান ছিল ১২তম।

পয়েন্টের হিসেবেও গত বছরের তুলনায় এবার উন্নতি করেছে ঢাকা।

২০২১ সালে ইআইইউ প্রতিবেদনে ঢাকার প্রাপ্ত পয়েন্ট ছিল ৩৩ দশমিক ৫।

সেই হিসেবে চলতি বছর প্রায় ৬ পয়েন্ট বেশি পেয়েছে বাংলাদেশের রাজধানী।

তালিকায় সর্বনিম্ম, অর্থাৎ ১৭২তম অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার রাজধানী দামেস্ক।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours