নিজস্ব প্রতিবেদকঃ
বন্দর নগরী চট্টগ্রামের বায়েজিদ থানাস্থ লিংক রোডের ছিন্নমূল বড়ইতলী এলাকায় পাহাড়ি ছড়া দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
বৃহস্পতিবার (২৩ জুন) সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে দোকান ও বসতি করায় বেশ কয়েকটি দোকান ও বসতি উচ্ছেদ করা হয়েছে।
অভিযান চলাকালে সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা চৌধুরীর খবর বাংলাকে বলেন-
বায়েজিদ লিংক রোডের পাশে পাহাড়ি ছড়া দখল করে ভরাট করা হয়েছিল।
এরপর সিডিএ থেকে কোনো অনুমতি না নিয়ে স্থাপনা তৈরি করা হয়েছিল। ফলে এ এলাকায় বৃষ্টির পানি নামতে পারছিল না।
এ কারণে ছড়ার ওপর স্থাপন করা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ যে স্থাপনা পেয়েছি সেগুলোও ভেঙে দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours