চট্টগ্রাম নগরীর পানি নিষ্কাশনে ক্র্যাশ প্রোগ্রাম

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম নগরীর পানি নিষ্কাশনের সব প্রতিবন্ধকতা অপসারণে শুক্রবার থেকে ক্র্যাশ প্রোগ্রাম শুরু হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

যেসব ওয়ার্ডে জলাবদ্ধতার প্রকোপ বেশি সেই স্থানকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে চসিকের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের নিয়ে ওয়ার্ড পর্যায়ে জলাবদ্ধতা নিরসন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে স্বল্পমেয়াদী পদক্ষেপের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ইতোমধ্যেই কমিটি কাজ শুরু করেছে। কাউন্সিলররা ওয়ার্ড পর্যায়ে পানি নিষ্কাশনের সমস্যা চিহ্নিত করে দু’দিনের মধ্যে কমিটিকে অবহিত করবে।

সে ক্ষেত্রে কাউন্সিলররা নিজস্ব উদ্যোগে স্কেভেটর, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল নিয়ে নিজ নিজ ওয়ার্ডের নালা-নর্দমা ও খালের আবর্জনা দ্রুততার সঙ্গে পরিষ্কারের নির্দেশনা দেন মেয়র।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-

  • প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন
  • মোহাম্মদ গিয়াস উদ্দিন
  • আফরোজা কালাম
  • বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী প্রমুখ…
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours