আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার আয়োজনে ও উপজেলা সকল তফসিল ব্যাংকের সহযোগীতায় নলছিটি সোনালী ব্যাংক অডিটরিয়ামে জালনোট জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্নশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুন) সকাল ৯ টায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার অতিরিক্ত পরিচালক অসিত ভূষণ শীল।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযুদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান,
পৌরসভার মেয়র বীর মুক্তিযুদ্ধা আঃ ওয়াহেদ খাঁন, উপজেলা আ’লীগের সহ সভাপতি খন্দকার মজিবুর রহমান,
বরিশাল শাখার সোনালী ব্যাংক ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলোম সরদার, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল প্রমুখ।
বরিশাল শাখার সোনালী ব্যাংক ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ্ আলম’র সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন-
বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার যুগ্মপরিচালক নিখিল চন্দ্র শীল।
বক্তারা জালনোট সনাক্তের উপায়, জানোটের শাস্তি, জালনোট পেলে করণীয়সহ আসন্ন ঈদুল আজহায় বিভিন্ন বাজারে জালনোট প্রতিরোধে ব্যাংকের বুথ স্থাপনের কথাও জানান।
আলোচনা শেষে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় আসল ও জাল নোটের পার্থাক্য সচিত্র প্রতিবেদন’র মাধ্যমে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিঃ নলছিটি শাখার প্রিন্সিপাল অফিসার কৃষিবিদ সুব্রত মন্ডল।
+ There are no comments
Add yours