আ’লীগ নেতা গ্রেফতার মামলার বাদী ত্বরিকত ফেডারেশনের কর্মী নই বলে দাবী

Estimated read time 0 min read
Ad1

ফটিকছড়ি প্রতিনিধিঃ

ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুস্তম আলী আইসিটি মামলায় গ্রেফতার হওয়াকে কেন্দ্র করে ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ১৪ দলীয় জোট নেতা ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে নিয়ে মিথ্যা, বানোয়াট, ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করায় দলটির ফটিকছড়ি শাখার পক্ষ থেকে লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে। ২৩ জুন সকালে ত্বরিকত ফেডারেশন ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ওমর ফারুক নামে যে ব্যাক্তি আইসিটি ধারায় রুস্তম আলীকে আসামী করে মামলা করেছেন সেই ওমর ফারুক ত্বরিকত ফেডারেশনের রাজনীতির সাথে যুক্ত নয়।

ঐ মামলার বাদী কথিত ওমর ফারুককে ত্বরিকত ফেডারেশনের কর্মী বলে চালিয়ে দিয়ে একটি মহল অপ্রচার চালিয়ে যাচ্ছে।

যা সম্পূর্ণ উদ্দ্যেশ্য প্রণোদিত।

বিবৃতিতে আরো বলা হয় মামলার বাদী ওমর ফারুকের সাথে তরিকত ফেডারেশনের কোন সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।

বর্তমানে তরিকত ফেডারেশনের কোন কমিটি বাগান বাজার, দাঁতমারা হেঁয়াকোতে নেই এবং ইতিপূর্বে ছিলনা।

বিবৃতিতে রুস্তম আলী চেয়ারম্যনের এ মামলায় যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে,

প্রকৃত সত্য উদঘাটন করতে সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানাই।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours