নুরুল আবছার নূরী, ফটিকছড়িঃ
বিগত পাঁচ বছর ধরে চলমান বিরোধ পেছনে ফেলে শেষ পর্যন্ত রুস্তম বিষয়ে ঐক্যবদ্ধ হচ্ছে ফটিকছড়ির আওয়ামীলীগ।
দলের ত্যাগী নেতা হিসেবে পরিচিত, বাগান বাজার ইউনিয়নের পাঁচ বারের চেয়ারম্যন রুস্তম আলীকে গ্রেফতারের প্রতিবাদে অনুষ্টিত গত তিন দিনের কর্মসূচীতে ওয়ার্ড কমিটি থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতাদেরকে এক প্লাটফর্মে দেখা যাচ্ছে।
দীর্ঘ দিন পর দলের এমন ঐক্যবদ্ধ হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তৃনমূলের কর্মীরা।
দুই বছর পূর্বের ডিজিটাল সিকিউরিটি মামলায় আত্বসর্ম্পন করতে গেলে জামিন আবেদন নাকচ করে রুস্তম আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয আদালত।
রুস্তম আলীর কারাগারে যাওয়ার সংবাদটি ঐ দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে উপজেলা আ’লীগ তাৎক্ষনিক নিন্দা জানিযে বিবৃতি দেন। পরদিন উপজেলা আওয়ামীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। সে দিনের কর্মসূচীতে স্থানীয় রাজনীতিতে একাধিক ধারায় বিভক্ত জেলা উপজেলা পর্যায়ের অনেক সিনিয়র নেতাকে এক সাথে মঞ্চে উপস্থিত থাকে প্রতিবাদ করতে দেখা যায। এদিকে,২৩ জুন উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দলের প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা সভাটিও প্রতিবাদ সমাবেশে রূপনেয়। সেখানে অধিকাংশ বক্তা রুস্তম আলীর মুক্তি আন্দোলন ত্বরান্নিত করতে দলীয় ঐক্যের ডাক দেন। দলের দু: সময়ের নেতা রুস্তম আলী কারাগারে যাওয়ার সংবাদ পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদ বাবু। সেদিন রাতে তিনি পৌর এলাকার দলীয় নেতা কর্মীদের নিয়ে রুদ্বদ্ধার বৈঠকে বসেন। ঐ বৈঠক থেকে তিনি অন্যান্য সিনিয়র নেতাদের সাথে কথা বলে কর্মসূচী চূড়ান্ত করেন বলে জানাগেছে।
অন্যদিকে ২৪ জুন বিকালে নাজিরহাট পৌরসভায় প্রতিবাদ কর্মসূচী নিয়ে মাঠে নামছে যুবলীগের নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী।
সবকিছু মিলিয়ে নাজিরহাটের প্রতিবাদ কর্মসূচীকে দলীয় ঐক্যের বড় ইঙ্গিত হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক যোদ্ধারা।
+ There are no comments
Add yours