চেক প্রতারণার দায়ে বখতপুর ইউপির সাবেক চেয়ারম্যান কারাগারে

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

চেক প্রতারনার মামলায় বিজ্ঞ আদালতের রায়ে স্থগিত হওয়া ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের ইউপি নির্বাচনের আনারস প্রতীকের-

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বখতপুরের সাবেক চেয়ারম্যান ফরুক উল আজমকে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।

গত ২১ জুন চট্টগ্রাম মেট্টোপলিটন আদালত-৬’র বিচারক মেহেনাজ রহমান বিচারিক আদালতে

ফরুকুল আজম আত্নসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, ২০১৫ সালে চট্টগ্রাম মেট্টোপলিটন কোতোয়ালী আমলী আদালতে

ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী ফরুকুল আজমের বিরুদ্ধে চেক প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অপরাদে একটি সি.আর মামলা করেন।

মামলা নং- ১২৯৬/১৫।

২০১৭ সালে সি.এম.এম আদালত দঃবি আইনের ৪২০ ধারায় উক্ত মামলার রায়ে ফারুক উল আজমকে ১বছরের সশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন ।

পরে, তিনি মহানগর দায়রা আদলাত হতে আপীলের শর্তে জামিন লাভ করেন।

তৎপরবর্তী সাজা বহাল তাকার পরে চট্টগ্রাম মেট্টোপলিটন আদালতে আত্নসমর্পণ করলে সাজা পরোয়ানা মূলে মামননীয় আদালত ফারুক উল আজমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours