নিজস্ব প্রতিবেদকঃ
২২ জুন সিলেটের একটি জায়গায় চা খেতে গিয়ে সেই তাশরীফ পুলিশের দুর্ব্যবহারের শিকার হয়েছেন। খেয়েছেন ধমকও।
বৃহস্পতিবার (২৩ জুন) ফেসবুক লাইভে এসে সেই ঘটনার বর্ণনা দেন তরুণ এই গায়ক।
সেই লাইভের পরপরই পুলিশের পক্ষ থেকে তাশরীফকে ফোন করা হয়েছে।
জানানো হয়েছে, এখন থেকে সিলেটে ত্রাণ সহায়তা কার্যক্রমে তাকে সর্বাত্মক সহায়তা দেবে পুলিশ।
পাশাপাশি যে পুলিশ সদস্য তাকে ধমক দিয়েছেন তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হবে।
শুক্রবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাশরীফ।
এই গায়ক বলেন,
‘সেই লাইভের পরপরই পুলিশের পক্ষ থেকে আমি ফোন পেয়েছি। তারা আমাকে জানিয়েছেন আমাদের আগামী কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করবেন। রাতেই একজন এসআই এসে আমাদের সঙ্গে দেখা করেছেন। বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’
এদিকে শুক্রবার নিজের ফেসবুক পেজে তাশরীফ লেখেন,
‘গতকাল রাতে ফেসবুক লাইভের পরপরই সিলেটের পুলিশ প্রশাসন আমাদের আস্বস্ত করেছেন আমাদের যে কোন প্রয়োজনে উনারা পাশে থাকবেন এবং ইতিমধ্যে উনারা আমাদের ত্রাণের নিরাপত্তা দেবার চেষ্টা করে যাচ্ছেন।’
+ There are no comments
Add yours