নিজস্ব প্রতিবেদকঃ
পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে পটুয়াখালীতে পদ্মা সেতুর আদলে নির্মাণ করা হয়েছে ‘প্রতীকী পদ্মা সেতু’।
এছাড়া পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পটুয়াখালীতে তিন দিনব্যাপী নানা উৎসবমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, শনিবার (২৫ জুন) সকালে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর সেতু উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে পটুয়াখালী জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শহরের সার্টিক হাউস সংলগ্ন পুকুরের ওপর নির্মাণ করা হয়েছে এক বিশাল প্রতীকী পদ্মা সেতু।
যার দৈর্ঘ্য ৩০০ ফুট ও প্রস্ত ৫ ফুট। আর এই প্রতীকী সেতু এলাকায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।
পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন-
পটুয়াখালী এখন আর খালী নাই। মাননীয় প্রধানমন্ত্রী সব দিয়েছেন।
পদ্মা সেতু চালু হলে এই অঞ্চল পাল্টে যাবে। আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর আগামীকাল শুভ উদ্বোধন।
পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, পদ্মা সেতুর ফলে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের মৎস্য, কৃষি ও পর্যটন শিল্পে আশু পরির্বতন ঘটবে।
একই সঙ্গে মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন চলে আসবে।
পদ্মাসেতু দক্ষিণের মানুষের জন্য একটা আশীর্বাদ।
+ There are no comments
Add yours