এ. আর. খতনা সেন্টার এন্ড মেডিকেল সার্ভিসের শুভ উদ্বোধন

Estimated read time 0 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

সকলের আন্তরিক উপস্থিতির মাধ্যমে আজ ২৪.০৬.২০২২ জুমাবার বিকেল তিনটায় ঐতিহ্যবাহী চট্টগ্রাম চকবাজার আধুনিক চক সুপার মার্কেটের ৩য় তলায় উদ্বোধন হয়েছে এ. আর খতনা সেন্টার এন্ড মেডিকেল সার্ভিসেস।

শুভ উদ্বোধন করেন চকবাজার বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজ সেবক জনাব মুহাম্মদ আলম সওদাগর,

উপস্থিত ছিলেন চিকিৎসক জনাব মুহাম্মদ মাহবুবুল আলম চেয়ারম্যান প্রাইমারি চিকিৎসক সোসাইটি,

চিকিৎসক জনাব মাহমুদুল হাসান চিকিৎসক জনাব মুহাম্মদ আরিফ, বিশিষ্ট সমাজসেবক শফিক সওদাগর,

মুহাম্মদ নিজাম উদ্দিন আহাদ চকবাজার থানা শাখার সেচ্ছাসেবক লীগ,চিকিৎসক এমএন কায়সার,চিকিৎসক বাবু এ কে মজুমদার,

চিকিৎসক অপূর্ব ধর,চিকিৎসক বাবু স্বপন কুমার চৌধুরী, চিকিৎসক জনাব সাইফুল ইসলাম,

ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড কমকর্তা হিজবুল ইসলাম রুবেল, সাইফুল্লাহ মুহাম্মদ জাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল।

জনাব শাহজাহান পরিচালক চট্টগ্রাম ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টার, জনাব আয়াজ উল্লাহ অডিটর বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়,

ফরহাদুল ইসলাম সদস্য বাজালিয়া ক্লাব,চিকিৎসক জনাব মীম আয়াত উল্লাহ ইনচার্জ এ আর খতনা সেন্টার এন্ড মেডিকেল সার্ভিসেস,

চিকিৎসক তরুণ ভট্টাচার্য, চিকিৎসক বিধান চন্দ্র দেব,চিকিৎসক শিমুল দে,

নেজাম উদ্দিন সদস্য অঙ্কুর সোসাইটি মোহাম্মদ আবদুল্লা পরিচালক বাংলাদেশ যুব উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চকবাজার শাখা।

উদ্বোধক মুহাম্মদ আলম বলেন মানব সেবা একটি মহৎ কাজ স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় এত্র এলাকার সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দিতে এ. আর খতনা সেন্টার এন্ড মেডিকেল সার্ভিসেস আপনাদের পাশে থাকবে সবসময়।

চিকিৎসক জনাব মাহবুবুল আলম বলেন সবার আগে স্বাস্থ্য সেবা পৌঁছে দেব আমরা এ স্লোগান কে ধারণ করে এত্র প্রতিষ্ঠানের স্বাস্হকর্মীরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

চিকিৎসক জনাব মাহমুদুল হাসান বলেন এ. আর খতনা সেন্টার এন্ড মেডিকেল সার্ভিসেস একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র চকবাজার প্রতিষ্ঠা হয়েছে শুনে আমি বেশ আনন্দিত।

সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান মিলে আমাদের আমাদের স্বাস্থ্যসেবা এগিয়ে যাবে এ প্রত্যাশা করছি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours