নিজস্ব প্রতিবেদকঃ
পদ্মা সেতু নির্মাণে যারা বাধা দিয়েছিল, তাদের উপযুক্ত জবাব আমরা দিয়েছি।
শনিবার (২৫ জুন) মাদারীপুরের কাঁঠালবাড়িতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেছেন।
সরকারপ্রধান বলেন, এই পদ্মা সেতু করতে গিয়ে আমাকে অনেক অপমান করেছে।
আমাদের একটাই লক্ষ্য ছিল এই পদ্মা সেতু নির্মাণ করবোই।
এই সাহস দিয়েছেন আপনারা, শক্তি দিয়েছেন আপনারা।
আমি আপনাদের পাশে আছি। এখন তো পদ্মা সেতু হয়ে গেলো।
আমরা আসবো, আপনারাও যাবেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেছিলেন- আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু হবে না।
তাকে বলবো, আসেন দেখে যান পদ্মা সেতু নিমার্ণ হয়েছে কী না।
প্রধানমন্ত্রী বলেন, আজকে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য বিশেষ দিন। আজকে পদ্মা সেতু উদ্বোধন করে আসলাম।
+ There are no comments
Add yours