জাতির উন্নয়নে সিংহভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান

Estimated read time 1 min read
Ad1

দেশের শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র এবং জাতীয় আশা-আকাঙ্ক্ষার প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিষ্ঠার ১০২ বছরে পদার্পণ করেছে আজ।

এই বিশেষ দিনে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, গবেষণা, ডাকসু নির্বাচন, চ্যালেঞ্জ, ঘাটতিসহ নানা বিষয়ে বক্তব্য রেখেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন- জাতি রাষ্ট্র, জাতি বিনির্মাণ, জাতির উন্নয়নে সিংহভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রয়েছে।

এই জাতির যা কিছু মহৎ অর্জন সব কিছুর অবদানের সিংহভাগেই ঢাকা বিশ্ববিদ্যালয়।

সে ধারাটাই আমাদের অব্যাহত আছে। এটাকে আরও বেগবান করতে আমরা কাজ করছি।

উপাচার্য বলেন- এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

আমাদের লক্ষ্য বৃথা যায়নি। তবে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে।

অতীত ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব।

আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের ছোট ছোট কর্ম উদ্যোগ আছে।

এইগুলো বিনম্র উদ্যোগ, আমাদের পূর্বপুরুষরাও দেখিয়েছেন। আমরা যেন কখনও পিছিয়ে না যায়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours