৩ ফসলি জমিতে শিল্প স্থাপন বন্ধে মানববন্ধন

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

যশোর শহরতলির বিল হরিনার রামনগর ইউনিয়নের অংশে প্রস্তাবিত বিসিক-২-এর জমি অধিগ্রহণপ্রক্রিয়ার প্রতিবাদে তিন ফসল বোরো, আউশ, আমনের ক্ষতি থেকে বাঁচতে সড়কে মানববন্ধন করছেন গ্রামবাসীরা।

শুক্রবার (১ জুলাই) মণিরামপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের হাতিপুতা কনাইতলা নামক স্থানে কাজিপুর,

কাজিপুর, রামনগর, ভাটপাড়া, তোলা গোলদারপাড়া গ্রামের শত শত নারী-পুরুষ মানববন্ধনে তাদের প্রতিক্রিয়া জানান।

সকাল ১০টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন কোনো ফসলি জমিতে শিল্প স্থাপন নয়।

সেটি করা হলে বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ দেওয়া হবে না।

সেখানে বিল হরিনার রামনগর অংশের তিন ফসলি জমি বিসিক-২ স্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে।

এ জন্য প্রস্তাবিত ১ হাজার ৬০০ বিঘা জমি অধিগ্রহণ করা হবে। এতে প্রায় দুই হাজার মানুষ ভূমিহীন ও কর্মহীন হয়ে পড়বে।

এ অবস্থায় বক্তারা এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours