অনলাইন ডেস্কঃ
সম্প্রতি বন্যার হাত থেকে বাঁচার জন্যেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে জাপানের একটি সংস্থা।
‘ইচিজো কোমুতেন’ নামে আবাসন নির্মাণকারী সংস্থা প্রধানত বন্যাপ্রবণ এলাকার জন্য এক বিশেষ ধরনের বাড়ি তৈরি করছে।
বন্যার সময় পানি জমতে শুরু করলে এ বাড়ির ভেতরে পানি ঢুকতে পারবে না, পানির উপরেই বাড়িসুদ্ধ ভেসে উঠবে।
খবরটি প্রকাশের পর সবার কৌতূহল বাঁড়ার পর অনেকে গুজব ভাবলেও এক আমেরিকান টেলিভিশন চ্যানেল থেকে সংস্থার কর্মীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
বাড়িটি কিভাবে ভেসে উঠবে, তা ভিডিওর মাধ্যমে দেখানো হয়।
সারা পৃথিবীতে দক্ষিণ এবং পূর্ব এশিয়া সবচেয়ে বেশি বন্যাপ্রবণ। বহু মানুষকে এই কারণে বাড়িছাড়া হতে হয়েছে। বিশেষত ভারত, বাংলাদেশ, চীনে প্রায়ই বন্যার বিভীষিকাময় রূপ ফুটে ওঠে। এই ‘ফ্লোটিং হোম’ আবিষ্কারের ফলে শুধু মাত্র প্রযুক্তিগত উন্নতিই হয়নি, এর ফলে বন্যার ভয়াবহতা থেকে রক্ষাও পাবে বিশ্ববাসী।
+ There are no comments
Add yours