নিজস্ব প্রতিবেদকঃ
পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার সুযোগ আইনিভাবে বৈধ হলেও নৈতিকভাবে তা গ্রহণযোগ্য নয়।
শুক্রবার (১ জুলাই) এফডিসিতে এবারের বাজেট নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, তা পুরোপুরি ফেরত আনা সম্ভব নয়।
চুরি করা টাকা ফেরত আনার জন্য পাচার করেনি পাচারকারীরা। তাই পাচার হওয়া অর্থের খুব সামান্যই দেশে ফেরত আনা সম্ভব হবে।
মন্ত্রী বলেন, পাচার হওয়া অর্থ এবারের বাজেটে দেশে ফেরত আনার সুযোগ আইনগতভাবে বৈধ করা হলেও নৈতিকভাবে তা গ্রহণযোগ্য নয়।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
+ There are no comments
Add yours