নিজস্ব প্রতিবেদকঃ
তিনটি নিউজ পোর্টাল ও ১৫টি পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩০ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নিউজ পোর্টাল তিনটি হলো-
- শীর্ষ সংবাদ ডটকম
- এইচবিনিউজ টোয়েন্টিফোর ডটকম
- শেয়ার বাজার নিউজ ডটকম
যেসব পত্রিকার অনলাইন সংস্করণ নিবন্ধনের অনুমতি পেয়েছে-
- দৈনিক সকালের সময়
- দৈনিক অগ্রসর
- দৈনিক মাতৃভূমির খবর
- দৈনিক বর্তমান কথা
- দৈনিক আমাদের বাংলা
- দৈনিক কুমিল্লার কাগজ
- সাপ্তাহিক অন্যধারা
- দৈনিক করতোয়া
- দৈনিক ফুলকি
- দৈনিক জননেত্র
- দৈনিক পল্লী বাংলা
- দৈনিক আমাদের কক্সবাজার
- দৈনিক আমাদের ব্রাহ্মণবাড়িয়া
- দৈনিক মাধুকর ও দ্য নিউ নেশন
+ There are no comments
Add yours