ধর্মবিবর্জিত শিক্ষা ব্যবস্থা জাতীয় জীবনে বিপর্যয় ডেকে আনবে

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেকঃ শিক্ষাক্রম থেকে ধর্মশিক্ষা বাদ দেয়ার প্রতিবাদে অনুষ্ঠিত ইসলামী ছাত্রসেনার মানববন্ধনে- অধ্যক্ষ ইব্রাহীম আখতারী। 

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী বলেছেন-

২০২২ এ প্রনীত জাতীয় শিক্ষা আইন- ২০২২ (খসড়া) এর পাঠ্যক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ায় সরকার এর ইসলাম বিদ্বেষী মনোবৃত্তির বহিঃপ্রকাশ ঘটেছে।

এহেন সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের ধর্মচর্চার পথ রুদ্ধ হয়ে গেল।

ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা জাতীয় জীবনে বিপর্যয় ডেকে আনবে বলে মন্তব্য করে তিনি আরও বলেন-

স্খলনমুক্ত ও বিশুদ্ধ নৈতিকতসম্পন্ন একটি জাতি গঠনে ইসলামীশিক্ষা চর্চার কোন বিকল্প নেই।

ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্রনেতা এস এম আবু ছাদেক ছিটু বলেছেন-

স্বাধীনতা পরবর্তী এ যাবতকাল পর্ষন্ত ৭টি শিক্ষা কমিশন গঠিত হয়েছে।

কিন্তু অত্যন্ত দূঃখজনক হলেও সত্য যে, প্রতিটি কমিশনই নানা ছুতোনাতায় ইসলাম শিক্ষাকে সংকুচিত করা হয়েছে।

ইসলামী ভাবাদর্শী বিভিন্ন মনীষীদের জীবনালেখ্যকে বাদ দেয়া হয়েছে। যা শুধু দূঃখজনক নয় বরং গ্লানিকরও বটে।

তিনি অবিলম্বে শিক্ষানীতি ২০২২ এর পাঠ্যক্রম সংশোধনপূর্বক ইসলাম শিক্ষা সন্নিবেশিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম নগর ছাত্রসেনা সভাপতি কাউসারুল ইসলাম সোহেল বলেছেন-

শিক্ষাক্রম থেকে ধর্মশিক্ষা বাদ দেয়ার কারণে পরবর্তী প্রজন্মে ধর্মপরায়ণ মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাবে।

যা দেশের জন্য এক অশনি সংকেত বলে তিনি মন্তব্য করেন।

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে অদ্য ১ জুলাই ২০২২ ইং শুক্রবার বাদে জুমা জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন চত্বরে শিক্ষাক্রম থেকে ধর্মশিক্ষা বাদ দিয়ে জাতীয় শিক্ষানীতি ২০২২ প্রনয়নের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম নগর সভাপতি কাউসারুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ এমরান। চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্টের সহ অর্থ সম্পাদক আলহাজ্ব ইলিয়াস খান ইমু, মুহাম্মদ হোসাইন, দেলোয়ার হোসেন। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-শিহাব উদ্দীন, আবুল হাশেম রাশেদ, শহীদুল ইসলাম, জয়নাল, কাউছার, জাবেদ, খালেক মাসুদ, জামাল, জিহান , রাফি, মাসুদ, আজাদ, মোরশেদ প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours