নিজস্ব প্রতিবেদকঃ
আজ বিক্রি হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট।
সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারাদেশে ৫৮ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।
রাজধানীর ৬টি স্টেশনের কাউন্টার, ওয়েবসাইট এবং রেল সেবা অ্যাপে সারাদেশে এ টিকিট বিক্রি চলছে বলে খবর বাংলাকে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’ সূত্র।
টিকিট বিক্রির প্রথম ৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকায় বিক্রি হয়েছে ২৩ হাজার ৫২৫টি।
এর মধ্যে ঢাকার ৬টি স্টেশনের কাউন্টার থেকে ১০ হাজার ৮০০টি এবং অনলাইনে ১২ হাজার ৭২৫টি টিকিট বিক্রি হয়েছে।
সহজ জানায়, আজ আগামী ৬ জুলাইয়ের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। বেলা ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় সারাদেশে মোট টিকিট বিক্রি হয়েছে ৫৮ হাজার ১৩২টি।
এর মধ্যে ২৯ হাজার ৯৮৬টি টিকিট কাউন্টারে এবং ২৮ হাজার ১৪৬টি টিকিট অনলাইনে বিক্রি হয়েছে।
এছাড়া অনলাইনে টিকিটের জন্য দুপুর ১টা পর্যন্ত ৬ কোটির বেশি হিট এসেছে।
+ There are no comments
Add yours