নিজস্ব প্রতিবেদকঃ
কাতারে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে একগাদা বিধিনিষেধ ঘোষণা করেছে স্বাগতিক কাতার।
বিশ্বকাপ চলাকালে দেশটিতে অবৈধ শারীরিক সম্পর্কের বিষয়ে কড়া সতর্কতা আগেই জারি করেছিল দেশটি।
এবার সমকামীদের উদ্দেশেও সতর্কবার্তা ছুঁড়ে দিল।
মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ কাতারে সমকামীতা নিষিদ্ধ।
সমকামী ফুটবলপ্রেমী অতিথিদের নিরাপত্তা প্রদান করতে পারবে না বলে জানা গেছে।
কাতারের আইন অনুযায়ী সমকামীতার শাস্তি হিসেবে তিন বছরের কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে।
নর্ডিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা অনুমোদিত ৬৯টি হোটেলের মধ্যে তিনটি হোটেলে সমকামী যুগলদের থাকতে দেওয়া হবে না।
২০টি হোটেলে থাকতে দেওয়া হলেও নানা শর্তারোপ করা হয়েছে। বাকি হোটেলগুলোতে সমকামী ফুটবল অনুরাগীদের থাকতে দেওয়া হবে।
+ There are no comments
Add yours