নিজস্ব প্রতিবেদকঃ
বৃষ্টিতে পরিত্যক্তই হলো বাংলাদেশ-উইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ!
বৃষ্টির কারণেই নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় ম্যাচ নেমে আসে ১৬ ওভারে।
পরে আরেক দফা বৃষ্টি হলে আরো ২ ওভার কমে যায় ম্যাচের দৈর্ঘ্য।
এমন পরিস্থিতি ১৪ ওভারের ম্যাচে বাংলাদেশের ইনিংসের ১৩ ওভার পর আবার নামে বৃষ্টি।
তখন ৮ উইকেট হারিয়ে টাইগারদের স্কোর বোর্ডে ১০৫ রান।
এরপর খেলা শুরুর অবস্থা তৈরি হলেও হাতে বেশি সময় না থাকায় দুই দলের অধিনায়কের মতামতের ভিত্তিতে ম্যাচ পরিত্যক্ত করা হয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। এ ম্যাচ দিয়ে দীর্ঘ ৭ বছর পর আবার টি-টোয়েন্টি একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়।
মুনিম শাহরিয়ারকে নিয়ে ইনিংস শুরু করতে নামেন তিনি।
দলের পক্ষ থেকে দুই ওপেনারকে ‘ফ্রি’ লাইসেন্স দেওয়া হলেও এর ফায়দা তুলতে পারেননি মুনিম।
ইনিংসের তৃতীয় বলেই ফেরেন তিনি। আকিল হোসেনের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ডানহাতি ব্যাটসম্যান।
ব্যক্তিগত ২ রানে কাটা পড়েন এই তরুণ।
এরপর তিনে আসেন সাকিব আল হাসান। শুরু থেকে আগ্রাসী ঢঙে হাত খুলে খেলতে থাকেন তিনি।
কিন্তু তাকে বেশিক্ষণ সঙ্গে দিতে পারেননি বিজয়। ওবেদ ম্যাককয়ের করা চতুর্থ ওভারের তৃতীয় বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই ডানহাতি।
যদিও রিভিউ নিয়েছিলেন, কিন্তু কোনো কাজে আসেনি। ২ চারে ১০ বলে ১৬ রান করে আউট হন বিজয়।
চারে নামা লিটন দাস ১৪ বল খেলে করেন মোটে ৯ রান। শেফার্ডের স্লোয়ার বল মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু টাইমিং ঠিকঠাক হয়নি।
+ There are no comments
Add yours