নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন-
পাবলিক সেক্টরে অনেক কাজ করেছি। এমন কোনো জায়গা নেই, যেখানে সিটি কর্পোরেশন উন্নয়নমূলক কাজ করেনি। তবে এসব উন্নয়নের কৃতিত্ব আমার নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই এত এত উন্নয়ন করা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন অর্থনৈতিক মুক্তি। আপনারা দেখেছেন পদ্মা সেতু অসম্ভবকে সম্ভব করেছে।
শনিবার (০২ জুলাই) শহরের দেওভোগে ডিএসএস মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ রাসেল পার্কের ভেতরে অনেক সুন্দর একটি মাঠ আছে। আমরা আশা করছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্কটি উদ্বোধন করবেন।
আমি অনুরোধ করব নারায়ণগঞ্জের প্রাক্তন খেলোয়াড়দের, আপনারা কি পারেন না নিজ নিজ এলাকার মাঠে বাচ্চাদের খেলা শেখাতে।
যদি লজিস্টিক সাপোর্ট লাগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রস্তুত।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন,
ডিএসএস মাঠ কর্তৃপক্ষের সভাপতি শাখাওয়াত হোসেন বাচ্চু ও আশরাফ উদ্দীন চুন্নু প্রমুখ।
+ There are no comments
Add yours