সাবরীন জেরীন, জেলা প্রতিনিধি
মাদারীপুর: গত চারদিন ধরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের অচলাবস্থা। ফেরি চলাচল না থাকায় ঘাটে আটকে আছে প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ও পরিবহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। বিকল্প হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুট ব্যবহার করা হচ্ছে।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পদ্মা নদীতে নাব্য সঙ্কটের কারণে মাঝ নদীতে দুটি ফেরি আটকে যায়। এরপর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এদিকে ১১টি ড্রেজার দিয়ে পদ্মা নদীর লৌহজং ও চায়না চ্যানেলে ড্রেজিং কার্যক্রম চলছে। তবে বর্তমানে ৮৭টি লঞ্চ ও দেড় শতাধিক স্পিডবোট পদ্মা নদীতে চলাচল করছে। এই রুটে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, পদ্মা নদীতে নাব্য সঙ্কট, তীব্র স্রোতে ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও চালকদের বিকল্প রুট ব্যবহার করতে বলা হয়েছে।
+ There are no comments
Add yours