পাঁচ বছরের চুক্তি দেওয়া হচ্ছে নিউজিল্যান্ডের নারী ক্রিকেটারদের। চুক্তির অধীনে নারী ক্রিকেটাররা পুরুষদের সমান ম্যাচ ফিই আয় করবেন।
দেশটির ক্রিকেট বোর্ড এনজেডসি, দেশের ছয়টি বড় অ্যাসোসিয়েশনের সঙ্গে নিউজিল্যান্ডের ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের চুক্তির ফলে আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ে আয় বাড়তে যাচ্ছে দেশটির নারী ক্রিকেটারদের।
এ প্রথম নারী-পুরুষ পেশাদার খেলোয়াড়দের চুক্তি হলো একই ছাতার নিচে।
নারী ও পুরুষ ক্রিকেটারদের আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের ফি হচ্ছে ৪ হাজার নিউজিল্যান্ড ডলার।
আর টি-টোয়েন্টি ম্যাচের ফি হচ্ছে ২৫০০ নিউজিল্যান্ড ডলার।
আর ঘরোয়া পর্যায়ে ফর্ড ট্রফি কিংবা হ্যালি বার্টন জনস্টন শিল্ডের ম্যাচ খেলে খেলোয়াড়রা পাবেন ৮০০ নিউজিল্যান্ড ডলার,
সুপার স্ম্যাশে আয়টা দাঁড়াবে ৫৭৫ ডলারে, টেস্ট ম্যাচের ফি হচ্ছে ১০২৫০ ডোলার আর প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে ১৭৫০ ডলার।
এই চুক্তির ফলে ঘরোয়া চুক্তির অধীনে থাকা নারী ক্রিকেটারদের সংখ্যাও বাড়ানো হয়েছে, ৫৪ থেকে এখন ৭২ জন ক্রিকেটার থাকবেন এই চুক্তির অধীনে।
উত্তর বনাম দক্ষিণ সিরিজের কথাও জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
+ There are no comments
Add yours