‘অনেক দেশেই এখন বিদ্যুতের জন্য হাহাকার, উন্নত দেশেও দুর্ভিক্ষ’

Estimated read time 1 min read
Ad1

মঙ্গলবার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দফতরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর)

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বক্তব্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রযুক্তির ওপর ভর করে অপরাধ প্রবণতাও বদলে যাচ্ছে প্রতিনিয়ত।

তাই পিজিআরকে আধুনিক সরঞ্জামে সজ্জিত হয়ে নিরাপত্তা নিশ্চিতেরও তাগিদ দেন সরকারপ্রধান।

তিনি বলেন,

এখন আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ উৎপাদনের উপকরণগুলোর দাম অত্যাধিক বেড়েছে। অনেক দেশেই এখন বিদ্যুতের জন্য হাহাকার তৈরি হয়েছে। অনেক উন্নত দেশেও কিন্তু দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে।

শেখ হাসিনা বলেন,

‘একদিকে করোনার অভিঘাত, তার ওপরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার ফলে আজ সমগ্র বিশ্বেই তেলের দাম বেড়েছে। অনেক দেশেই এখন বিদ্যুতের জন্য হাহাকার।

তিনি বলেন,

‘বিদ্যুৎ আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলাম। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সবাই পাচ্ছিল। কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ উৎপাদনের উপকরণগুলোর দাম অত্যাধিক বেড়ে গেছে।

ডিজেল, তেল, এনএলজির দাম বেড়েছে। সব কিছুর দাম বেড়েছে। কয়লা এখন পাওয়া যায় না।’

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours