চার মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনে পূর্ব ইউরোপের এই দেশটি অনেকটাই বিপর্যস্ত।
এই আগ্রাসনের কারণে যুদ্ধাপরাধ এমনকি সন্ত্রাসবাদের তকমাও জুটেছে রাশিয়ার কপালে।
তবে এবার উল্টো ইউক্রেনকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন রুশ পার্লামেন্টের স্পিকার।
তার দাবি, ইউক্রেন ‘সন্ত্রাসী’ রাষ্ট্র হয়ে উঠেছে। বুধবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আলজাজিরা বলছে, ইউক্রেনে মস্কোর ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে রাশিয়ান কর্মকর্তারা তাদের প্রতিবেশী এই দেশটিকে রুশ-বিরোধী ফ্যাসিস্ট এবং ‘নব্য-নাৎসি’ দেশ হিসাবে চিত্রিত করতে বরাবরই চেষ্টা করে এসেছে। তবে মঙ্গলবারের আগপর্যন্ত ইউক্রেনকে সন্ত্রাসী রাষ্ট্র বলে কখনোই দাবি করেনি তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার স্পিকার ব্যাচেস্লাভ ভোলোদিন আইনসভার পূর্ণাঙ্গ অধিবেশনে সদস্যদের বলেছেন-
ইউক্রেন একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হয়ে উঠেছে।
ব্যাচেস্লাভকে উদ্ধৃত করে সেখানে আরও বলা হয়-
‘অপরাধী সরকার ব্যবস্থার’ প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন (ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির) জেলেনস্কি।
+ There are no comments
Add yours