সুমন পল্লব
হাটহাজারী,চট্টগ্রাম
হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত অকেজো দেশীয় এলজি সহ ২রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার সকাল ১১টার দিকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাসুদ আলমের নেতৃত্বে পৌরসভার আলীপুর এলাকার সরকারী ডেইরী ফার্ম সড়কে সুন্দরী ছড়া সংলগ্ন একটি পরিত্যক্ত দোকান থেকে অবৈধ অকেজো অস্ত্র সহ কার্তুজ উদ্ধার করা হয়। তবে কাউকে ঘটনাস্থল থেকে আটক করা হয়নি।অস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে।
এদিকে সরেজমিনে ঘটনাস্থলে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে।ডেইরী ফার্মের এ সড়কটি ঝুঁকিপূর্ণ। সন্ধ্যা হলেই কিশোর যুবকদের আনাগোনা বেড়ে যায়।চুরি ছিনতায় সহ নানা অপকর্মের ঘটনা সংগঠিত হয়।গভীর রাত পর্যন্ত মাদক সেবন করে বসে আড্ডা দেয়।সুযোগ বুঝে দেশীয় ছুরি,দা,রড দিয়ে ভয়ভীতি দেখিয়ে ছিনতায় করে। অনেকে ভয়ে প্রকাশ করেনা।গত কিছুদিন আগেও এন ইসলাম স্টোর নামের এক দোকান চুরি হয়।চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় আতংক ওই এলাকায়।
এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত টিনসেট দোকানের বিতর থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় দেশীয় অকেজো এলজি ও ২রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।তবে এগুলো কার সে বিষয়ে এখনো জানা সম্ভব হয়নি।তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও ওসি জানান।অভিযানে চট্টগ্রামের ডিবি সহ মডেল থানার পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours