নুরুল আবছার নূরীঃ চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর ফটিকছড়ি জোনাল অফিসের আওতায় রয়েছে ফটিকছড়ি উপজেলার একটি পৌরসভা ও ৫টি ইউনিয়ন।
এই পৌরসভা ও ইউনিয়নগুলোর বাসিন্দাদের মধ্যে সেবা নিচ্ছেন ৫৫ হাজার ৩শ’ গ্রাহক।
বর্তমানে এসব গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিল ৪ কোটি ২০ লাখ টাকা।
ফটিকছড়ি জোনাল অফিস সূত্রে জানা যায় ২০২২ সালের মে মাস পর্যন্ত ফটিকছড়ি পৌরসাভা, পাইন্দং ইউনিয়ন, কাঞ্চননগর, লেলাং, সুন্দরপুর, হারুয়ালছড়ি ইউনিয়ন এর দোকান,মসজিদ, মদ্রাসা, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল-কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান,সেচ প্রকল্পে এসব বকেয়া রয়েছে। গ্রাহকের এসব বিল উত্তোলন করতে হিমশিম খাচ্ছে পল্লীবিদ্যুৎ সমিতি। ফটিকছড়ি জোনাল অফিসের ডিজিএম মহিন উদ্দীন বলেন,
“বিদ্যুৎ গ্রহকদের সেবায় আমরা দিনরাত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছি।
এ অবস্থায় গ্রাহকরা যদি বকেয়া বিল পরিশোধ না করেন তবে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে”।
+ There are no comments
Add yours