প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী জানিয়েছেন লোডশেডিংয়ের ঘাটতি কমাতে বিপিডিসি একটা অ্যাপ তৈরি করা হয়েছে।
তিনি বলেন, আগেই যদি লোডশেডিংয়ের ব্যাপারে জানাতে পারি, তাহলে গ্রাহকরা প্রস্তুতি নিয়ে রাখতে পারবে।
সেজন্য আমাদের বিপিডিসি একটা অ্যাপ তৈরি করেছে, সেখানে ঢুকলে জানা যাবে কোন এলাকায় কখন, কবে লোডশেডিং হবে।
সেটি সপ্তাহ খানেকের মধ্যেই জেলা লেভেলের কর্মকর্তারা জানাবেন। তবে তাৎক্ষণিক সেটা জানানো কঠিন।
বৃহস্পতিবার (৭ জুলাই) সারা দেশে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পর্যালোচনা প্রসঙ্গে জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, পরিস্থিতিটি একটি যুদ্ধের মতো। সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।
তবে বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে যাবেন বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
+ There are no comments
Add yours