
ছাত্রীকে প্রেম প্রস্তাব দেওয়ার অভিযোগে ভারতের আসামে একজন শিক্ষককে বরখাস্ত করা হয়।
আসামের ধামাজি শহরের দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। ওই প্রশিক্ষকের নাম কুমবাং। যে ছাত্রীকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন, ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাকেও বরখাস্ত করা হয়েছে।
প্রেমের প্রস্তাব দেওয়ার মুহূর্তটির ভিডিও করেছিলেন ক্লাসের অন্যান্য ছাত্র-ছাত্রীরা।
ভিডিওতে দেখা যায়, হাঁটু মুড়ে ফুল দিয়ে একেবারে চিরাচরিত নিয়ম মেনেই কুমবাং ছাত্রীকে ভালবাসার কথা জানাচ্ছেন।
সেই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশিক্ষণ কেন্দ্রের কর্তারা নড়েচড়ে বসেন। এরপর দু’জনকে বরখাস্তর সিদ্ধান্ত নেওয়া হয়।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours