নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় সভাপতি পীরে কামেল আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন,- ইসলাম শান্তি, সাম্য ও সম্প্রীতির ধর্ম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, একটি মহল ইসলামকে সাম্প্রদায়িক তকমা দিয়ে এদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তে লিপ্ত। সময়ে-অসময়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে জল ঘোলা করার অপচেষ্টা চালায়। যা ইসলাম বিরোধী সুদুরপ্রসারী ষড়যন্ত্রেরই অংশ বলে মন্তব্য করে তিনি বলেন- ইসলাম সকল সময় ও পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে শ্রদ্ধাশীল। যেথায় অবাঞ্চিত সাম্প্রদায়িকতা একেবারেই পরিত্যাজ্য।
ইসলাম স্বীয় কটাক্ষকে যেমনিভাবে পছন্দ করে না, তদ্রুপ অন্য কোন ধর্মের অবমাননাকেও সমর্থন করে না। শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটি মুসলিম অধ্যূষিত দেশ। যে দেশের দুই তৃতীয়াংশই সুন্নী মুসলমানদের আবাস। অথচ সেই দেশেই জগদ্বল পাথরের ন্যায় চেপে বসেছে ইসলাম বিরোধী কতিপয় অপশক্তি। ইসলামী খোলশে এরা পবিত্র কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে মানুষের ঈমান হননের অপচেষ্ঠায় লিপ্ত। যার অন্যতম কারণ হচ্ছে,সুন্নীদের পারস্পরিক বিভাজন ও অনৈক্য। তাই সরল প্রাণ মুসলমানদের ঈমান আক্বীদা সুরক্ষায় সকলকে সকলকে একটি ঐক্যবদ্ধ প্লাটফরমে একিভূত হওয়ার উপর তিনি গুরুত্বারোপ করেন। অদ্য ০৭সেপ্টেম্বর ২০২০ সোববার সকাল ১০টায় কৃলগাঁওস্থ ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমীর মাজার জেয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে পীর-মাশায়েখ,আলেম -ওলামাগন মাইজভান্ডার দরবার শরিফ জেয়ারত করেন।
সেখানে তিনি পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী, আল্লামা ছৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (বাবা ভান্ডারী), পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী,বিশ্ব অলি শাহেনশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী, পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী,পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়দ মঈনউদ্দীন আহমদ আলহাসানী আল মাইজভান্ডরী সহ বিদ্যমান সকল মাজার জেয়ারত করেন। এবং পীরে কামেল আল্লামা ছৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর আমন্ত্রনে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। দরবারে হাশেমিয়ায় তাঁকে মেঝ শাহজাদা আল্লামা মুফতি আবুল এরফান হাশেমী অভ্যর্থনা জানান। সেখান থেকে গাড়ি বহর নিয়ে তিনি হাটহাজারী আল্লামা শেরে বাংলা (রঃ) এর দরবার জেয়ারত করেন। সেখানে তাঁকে শেরে বাংলা (রঃ) ছাহেবজাদা আল্লামা আমিনুল হক আলকাদেরী ও আল্লামা ছৈয়দ জিয়াউল হক আলকাদেরী সাদর অভ্যর্থনা জানান। অতঃপর ছিপাতলী হযরত আজিজুল হক আলকাদেরী (রঃ) এর মাজার জেয়ারতে যান। সেখানে তাঁকে দরবারের মুন্তাজিম অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন সাদর অভ্যর্থনা জানান। সেখান থেকে তিনি ফরহাদাবাদ শফিকীয়া দরবারে গমন করেন। সেখানে দরবারের সাজ্জাদানসীন পীরে তরিকত আল্লামা চৌধুরী শফিকুল ইসলাম মুনিরী তাঁকে অভ্যর্থনা জানান। অতঃপর তিনি পীরে তরিকত আল্লামা ছৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর মাজার জেয়ারত করেন। সেখানে তাঁকে শাহজাদা ছৈয়দ রিজুয়ানুল আমিন জুলফি স্বাগত জানান। সেখান থেকে ফটিকছড়িস্থ পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়দ শামসুল হুদা (রঃ) এর মাজার যেয়ারত করেন। সেখানে তাঁকে শাহজাদা ছৈয়দ হাসানুদ্দৌলাও শাহজাদা ছৈয়দ সাইফুদ্দৌলা সাদর অভ্যর্থনা জানান। অতঃপর পূর্ব হাটহাজারী বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠাতার অন্যতম একজন আল্লামা জাফর আহমদ সিদ্দীকির মাজার জিয়ারত করেন। অতঃপর বাহার সিগনালস্থ পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ কারী ছৈয়দ আব্দুল বারী শাহ (শাহজী বারী রঃ) এর মাজার জেয়ারত করেন। পরিশেষে ইসলামী ছাত্রসেনার ২য় শহীদ হযরত লিয়াকত (রঃ) এর মাজার জেয়ারতের মাধ্যমে তাঁর ২য় দিনের সফরসূচীর পরিসমাপ্তি ঘটে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,- শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর,পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী,ইমামে রব্বানী দরবার শরীফের খলিফা পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসাইন হেলালী, ঢাকা মগবাজার দরবার শরিফের সাজ্জাদানসীন পীরে তরিকত আল্লামা হাবিবুল্লাহ আলকাদেরী, চাঁদপুর ঘনিয়া দরবার শরিফের সাজ্জাদানসীন পীরে তরিকত আল্লামা নাজমুল হক আখন্দ, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান, আল্লামা হাসান রেজা আলকাদেরী, আলহাজ্ব এস এম সিরাজ উদ্দীন তৈয়বী, আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা জসিম উদ্দীন তৈয়বী, আলহাজ্ব মাওলানা সালেহ আহমদ আনসারী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী,মাওলানা মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মোজাম্মেল হোসাইন,ছাত্রনেতা এম এম নাঈম উদ্দীন ও লোকমান হাকিম মেম্বার প্রমূখ।
+ There are no comments
Add yours