একদিন পর উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। শেষ সময়ে পছন্দ মতো কোরবানির পশু কিনছেন সামর্থ্যবানরা।
তাই ব্যবসায়ীরাও উচ্চ দরের আশায় গরু-ছাগল ধরে না রেখে মোটামুটি লাভে বিক্রি করে দিচ্ছেন।
ফলে গত কয়েক দিনের তুলনায় বিক্রি বেড়েছে কোরবানির পশুর হাটে।
বিক্রেতারা জানান, এখন কুরবানির জন্য ভারত, ভুটান থেকে দেশে গরু-মহিষ কম আসছে। ফলে এখন কুরবানির বাজার পুরোপুরি দেশীয় পশুনির্ভর হতে যাচ্ছে। ঈদ পর্যন্ত হাটগুলোতে বিদেশি গরুর আসতে না পারলে এবার দেশীয় গরুর খামারিরা লাভবান হতে পারবেন। এতে আগামী দিনে খামারিরা গরুপালনে আরও উৎসাহী হবেন।
ক্রেতারা জানান, গত বছরের চেয়ে এবার গরু ও খাসির দাম অনেক বেশি।
পশুর এমন উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতাকে হতাশা প্রকাশ করতে দেখা গেছে।
এ বিষয়ে বিক্রেতারা জানান, গো-খাদ্যের দাম বেশি হওয়ায় গরু ও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
+ There are no comments
Add yours