গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় করা হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।
এটি এখন পর্যন্ত পদ্মা সেতুর টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। প্রথমবারের মতো এক দিনে ৪ কোটি টাকা আদায় হয়েছে।
শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান খবর বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার জাজিরা প্রান্তের টোল আদায় হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা ও ১২ হাজার ৫৬টি যানবাহন পাড় হয়েছে।
মাওয়া প্রান্তের টোল আদায় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা ও সেতু পাড়ি দিয়েছে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি।
+ There are no comments
Add yours