ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ইতোমধ্যেই রাজধানীর প্রবেশদ্বারগুলোতে মানুষ ও যানবাহনের কিছুটা বাড়তি চাপ দেখা গেছে।
এদিকে, গণপরিবহন ছাড়াও অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকা ফিরতে শুরু করেছেন।
আর আজ যারা ঢাকা ফিরছেন, এদের মধ্যে বড় একটি অংশ সরকারি চাকরিজীবী।
গত ১০ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৯ থেকে ১১ জুলাই তিনদিন সরকারি ছুটি ছিল।
এর আগের দিন (৮ জুলাই, শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এর ফলে চারদিনের ছুটি শেষে সরকারি চাকরিজীবীদের ঈদের পর আজ প্রথম কর্মদিবস।
ঈদুল আজহা উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন মানুষ ঢাকা ছেড়েছেন। গত ঈদুল ফিতরে এই সংখ্যা ছিল প্রায় ৮৬ লাখ। তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসেবের মধ্যে পড়ে না। রোববার (১০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি।
+ There are no comments
Add yours