করোনার কারণে মানুষের গড় আয়ু কমেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ১ জুলাই প্রতিবেদনটি প্রকাশিত হয়।
২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাপী গড় আয়ু ৭২.৮ থেকে কমে দাঁড়িয়েছে ৭১-এ।
তবে নারীদের গড় আয়ু পুরুষের তুলনায় বেশি বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বে নারী ও পুরুষের মধ্যে গড় আয়ুর ব্যবধান অনেক বেশি। গত তিন দশকে কিছুটা কমলেও, ২০২১ সালে সেই ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৫.৪ বছরে। মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। সবচেয়ে কম আফ্রিকার সাহারা অঞ্চলে। মধ্য ও দক্ষিণ আফ্রিকায় গড় আয়ু ৬৭.৭ বছর। আয়ু কমার ক্ষেত্রে অতিমারিকে দায়ী করা হয়েছে। বলিভিয়া, লেবানন, মেক্সিকো, ওমান এবং রাশিয়ার মতো দেশগুলোতে ২০১৯ এবং ২০২২ সালের মধ্যে গড় আয়ু চার বছরের বেশি কমেছে।
এর আগে কোভিডের ফলে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু কমেছে বলে জানিয়েছিল অক্সফোর্ডের একটি গবেষণা।
+ There are no comments
Add yours