অস্ট্রেলিয়াতে ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে : তথ্যমন্ত্রী

Estimated read time 0 min read
Ad1

দেশে চলমান বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন,

‘সারাবিশ্বে অর্থনৈতিকভাবে অনেক সামর্থবান দেশও সাশ্রয়ী হয়ে বিদ্যুৎ ব্যবহার করছে।

ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার কোনো কোনো জায়গায় ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। উন্নত দেশগুলোর কোনো কোনোটিতেও লোডশেডিং হচ্ছে এবং সেখানে বিদ্যুৎ সাশ্রয় করা হচ্ছে।’

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন মন্তব্য করে মন্ত্রী বলেন,

‘বিএনপি তাদের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারেনি। বরং তখন বিদ্যুতের দাবিতে মানুষ বিক্ষোভ করেছে। কানসাটে বিক্ষোভকারীদের ওপর গুলি করে অনেককে হত্যা করা হয়েছিল। চট্টগ্রামে মোমবাতি নিয়ে মিছিল হয়েছে। ঢাকায় বিদ্যুৎ অফিস ঘেরাও হয়েছে। মানুষ হারিকেন নিয়ে মিছিল করেছে। অথচ এখনকার প্রজন্ম হারিকেন চেনে না। কারণ হারিকেনের ব্যবহার নেই। যারা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারেনি, বিদ্যুতের দাবিতে মিছিলকারীদের ওপর গুলিবর্ষণ করেছে তাদের বিদ্যুৎ নিয়ে কথা বলারই অধিকার থাকে না।’

এর আগে, মন্ত্রী চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours