এ বছর ট্যানারি মালিকেরা গরু, মহিষ, ছাগল ও ভেড়ার ৯৫ লাখ পিস চামড়া সংগ্রহ করবেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে লবণযুক্ত চামড়া কেনার ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার রাজধানীর ধানমন্ডি ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহিন আহমেদ এ তথ্য জানান।
শাহীন আহমেদ বলেন, বিশ্বব্যাপী ছাগলের চামড়ার ডিমান্ড কমেছে। আমরা হাজারীবাগ থেকে ট্যানারি শিফট করেছি ২০১৭ সালে। সেখানে মূলত খাসি ও ছাগলের চামড়ার ইউনিট ছিল, সেই ইউনিটগুলোকে আমরা নিতে পারিনি। সাভারে আমাদের ৫ থেকে ৬টি ইন্ডাস্ট্রি আছে যারা ছাগল ও খাসির চামড়া প্রসেস করে। এর একটি বিরূপ প্রভাব কয়েক বছর ধরে পড়েছে।
+ There are no comments
Add yours