প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পলায়নের পর সর্বদলীয় সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২০ জুলাই হবে প্রেসিডেন্ট নির্বাচন।
বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।
বিবৃতিতে স্পিকার বলেন,
‘আজ (১৩ জুলাই) পার্লামেন্টের সব রাজনৈতিক দলের নেতৃত্ব পর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে ক্ষমতাসীন দল জানিয়েছে, সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সব সদস্য পদত্যাগ করতে প্রস্তুত।’
‘সংবিধান অনুযায়ী, এখন সর্বদলীয় সরকার গঠনের পথে চলতে হবে আমাদের। তারই অংশ হিসেবে আগামী ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন হবে।’
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিক্ষোভকারীদের হামলার পর এই বিবৃতি দেন স্পিকার।
+ There are no comments
Add yours