ক্রমশয় জোরালো হচ্ছে দলীয় প্রার্থীর দাবী হঠাৎ কমিটি ভাঙার গুঞ্জন!
নুরুল আবছার নূরী
আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর দাবী সামনে এনে ফটিকছড়ির আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব পরিলক্ষিত হচ্ছে।চট্টগ্রাম-২ ফটিকছড়ি এ সংসদীয় আসনে নিজেদের প্রার্থী পেতে এক সুরে কথা বলছেন দলটির স্থানীয় নেতারা।
যার ফলশ্রুতিতে এবারের ঈদুল আযহায় নেতাদের বাড়িতে কর্মীদের শুভেচ্ছা জানানোর দৃশ্য ছিল চোখে পড়ার মতো। ইতোমধ্যে, দলীয় প্রার্থীর দাবীতে জেলা আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু পৃথক ভাবে বর্তমান এমপি নজিবুল বশর মাইজভান্ডারীর বিরুদ্ধে অবস্থান নিয়ে কড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন। অন্যদিকে, হঠাৎ করে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন দিন দিন ডালপালা মেলতে শুরু করেছে। সম্প্রতি, মিডিয়াতে দেওয়া তৌহিদ বাবুর খোলামেলা বক্তব্যের মধ্যে কিন্তু আছে এমন দাবী তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। এ ব্যাপারে একাধিক সূত্র জানিয়েছে, ফটিকছড়ি আওয়ামী লীগের বিবাদমান দু’টি গ্রুপকে একীভূত করার নেপথ্যে কাজ করছেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের সিনিয়র এক নেতা। এক্ষেত্রে সংসদ নির্বাচন সামনে রেখে দল গোছানোর অংশ হিসেবে বিবাদ মিটিয়ে উভয় গ্রুপকে এক করতে চান ঐ নেতা। সূত্র আরো জানিয়েছে, বিবাদে লিপ্ত দুই অংশকে এক করতে এমন সিদ্ধান্তের দিকে এগুচ্ছেন নেতারা।
তবে অন্য একটি সূত্র কমিটি ভাঙার গুঞ্জন নাকচ করে দিয়ে জানায়, জাতীয় নির্বাচনের পূর্বে এমন রিস্ক নেবে না উত্তর জেলা। সেক্ষেত্রে ঐক্য প্রক্রিয়ায় নতুন ফরমেট সামনে আনা হতে পারে বলে মনে করছেন সূত্রটি।
+ There are no comments
Add yours