‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা নামে নতুন উপজেলা ইস্যুতে ভূজপুর ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত

Estimated read time 1 min read
নুরুল আবছার নূরী
Ad1

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনকল্পে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুলাই (বুধবার) সকাল ১১টায় প্রথম ধাপে ভূজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। গণশুনানীতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রাহমান সানি। ভূজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আলম আজাদ, শফিউল আলম নুরী, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা শেখ মুহাম্মদ শাহাজাহান, তরিকত ফেডারশন নেতা মুহাম্মদ মুরাদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন, টুটুল সিকদারসহ আরো অনেকে। এসময় বক্তরা ভূজপুর থানার পাশে নতুন উপজেলা কমপ্লেক্স স্থাপনের জন্য জোর দাবি জানান। এ গণশুনানীতে ভূজপুরের বিভিন্ন এলাকার জনসাধারণ অংশ গ্রহণ করেন। এর আগে, গত ৯ জুন ভূজপুর থানাধীন বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভুজপুর হারুয়ালছড়ি ওসুয়াবিল ইউনিয়নসহ মোট ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে একটি উপজেলায় উন্নতিকরণে বিষয়ে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ মতামত গ্রহণের জন্য গণশুনানী আয়োজনের জন্য গন বিজ্ঞপ্তি জারি করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাব্বির রাহমান সানি।

প্রথমে ১৩ জুলাই ভূজপুর ইউনিয়ন প্রাঙ্গণে গণ-শুনানি আহবান করলেও পরে অন্যান্য ইউপি চেয়ারম্যান ও জনসাধারণের দাবীর প্রেক্ষিতে প্রতিটি ইউনিয়নে আলাদা আলাদা গণ শুনানী আয়োজনে পূর্ণরায় গণ-বিজ্ঞপ্তি জারি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours