রিজার্ভ চুরির অভিযোগ করায় ফিলিপাইনের আদালতে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলাটি খারিজ হয়ে গেছে।
বুধবার (১৩ জুলাই) মামলার রায়ের রায়ের নথিপত্র পেয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, রিজার্ভ চুরির বিষয়ে আমেরিকার আদালতে আমরা মামলা করেছিলাম। পরে ফিলিপাইনের আদালতে আমাদের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করে রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)। দেশটির আদালত গত ৩০ জুন মামলাটি খারিজ করে দিয়েছেন। এটি আমাদের জন্য ‘প্লাস পয়েন্ট’। এতে রিজার্ভ চুরির মামলার রায় আমাদের পক্ষে আসার ক্ষেত্রে সহায়ক হবে।
ফিলিপাইনের ওই ব্যাংকের মামলার অভিযোগে বলা হয়েছিল, টাকা আদায় করার জন্য বাংলাদেশ ব্যাংক বিরাট এক ষড়যন্ত্র শুরু করেছে, সেজন্য তারা আরসিবিসির সুনাম ক্ষুণ্ন করতে, ভাবমূর্তি নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। কিন্তু যে টাকার জন্য এটা তারা করছে, তা কখনোই আরসিবিসির কাছে ছিল না, ওই টাকার দায়ও আরসিবিসির নয়।
+ There are no comments
Add yours