এবারের হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকায় আসবে। বাংলাদেশী হাজীদের দেশে ফিরিয়ে নিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বিজি-৩৫০২ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় ঢাকার উদ্দেশে জেদ্দা থেকে রওয়ানা হবে।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব ছাড়তে শুরু করেছেন বিভিন্ন দেশের হাজীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৭, সৌদি এয়ারলাইন্সের ৬৪ এবং ফ্লায়নাসের ১৪টি ফ্লাইটের মাধ্যমে ৬০ হাজার বাংলাদেশী হাজীরা দেশে ফিরবেন।
বিমান ছাড়াও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) ফ্লাইনাসের ফ্লাইটে আগামী ৪ আগস্ট পর্যন্ত হজযাত্রীরা দেশে ফিরবেন।
এবার হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৬ জন হজযাত্রী। মারা যাওয়া ১৬ জন হজযাত্রীর মধ্যে পুরুষ ১১ জন, নারী ৫ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৩ জন, মদিনায় ২ জন ও জেদ্দায় ১ জন।
+ There are no comments
Add yours