কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম, খুন ও হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১টায় এসব কর্মসূচি পালন করে মেহেরপুরের সাংবাদিক সমাজ।
জেলায় কর্মরত সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধনে সাংবাদিক, সুশিল সমাজ, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে এ বিষয়ে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়।
মানববন্ধনে মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, সিনিয়র সাংবাদিক তুহিন অরন্য গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ অন্যান্যরা।
প্রসঙ্গত, গত ৩ জুলাই রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রুবেল। নিখোঁজের পাঁচ দিন পর ৭ জুলাই দুপুরে কুমারখালীর গড়াই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার ১১দিন অতিবাহিত হলেও সাংবাদিক রুবেল হত্যায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
+ There are no comments
Add yours