সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যার ঘটনার তদন্ত করতে সরকারের কাছে দাবি জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
বুধবার নিজেদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে এ দাবি জানিয়েছে সিপিজে। প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের নিখোঁজ ও মৃত্যুর বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে এবং দ্রুত তদন্ত করতে হবে, তাকে তার কাজের জন্য হত্যা করা হয়েছে কি না তা নির্ধারণ করতে হবে এবং অপরাধীকে বিচারের আওতায় আনতে হবেভ
গত ৭ জুলাই দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাছে গড়াই নদী থেকে হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তার আগে ৫ দিন নিখোঁজ ছিলেন তিনি।
+ There are no comments
Add yours