ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজগুলোর জন্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়।
পাঁচটি ধাপেই শিক্ষার্থীরা অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন।
প্রথম ধাপঃ প্রয়োজনীয় তথ্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ড ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিয়ে লগইন করতে হবে।
দ্বিতীয় ধাপঃ বিস্তারিত প্রয়োজনীয় তথ্য অর্থাৎ প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা (যে ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক), বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল (ঐচ্ছিক), পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক) ও কোটা দিতে হবে।
তৃতীয় ধাপঃ ছবি দিতে হবে। এক্ষেত্রে ৩৬০-৫৪০ পিক্সেল দৈর্ঘ্য, ৫৪০-৭২০ পিক্সেল প্রস্থ, ৩০-২০০ কেবি সাইজ ও jpg or jpeg টাইপ নির্ধারণ করে দেওয়া হয়েছে।
চতুর্থ ধাপঃ পাসওয়ার্ড দিতে হবে। এসএমএসের জন্য টেলিটক, বাংলালিংক, রবি ও এয়ারটেল মোবাইল অপারেটর নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। সবশেষ পঞ্চম ধাপে ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
- বিজ্ঞান ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.০০ হতে হবে। বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট।
- বাণিজ্য ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয় সহ জিপিএ ৬.৫০ হতে হবে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ আগস্ট।
- কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৬.০০ হতে হবে। বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট।
+ There are no comments
Add yours