পদ্মা সেতুসহ সব সড়ক-মহাসড়ক ও সেতুতে মোটরসাইকেলের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ মোটরসাইকেলের জন্য আলাদা লেন করার দাবি করেছে সেভ দ্য রোড।
শুক্রবার (১৫) জুলাই সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেভ দ্য রোড আয়োজিত মোটরসাইকেল চালকদের সমাবেশ থেকে দাবিগুলো জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল মনে করছে উন্নত দেশগুলো। এমন পরিস্থিতিতে উন্নত দেশগুলোর মতো আলাদা মোটরসাইকেল লেন এখন সময়ের দাবি। এই দাবি বাস্তবায়ন হলে সড়কে দুর্ঘটনা কমবে। একইসঙ্গে বাংলাদেশের সড়কপথ হবে আদর্শ সড়ক ব্যবস্থা। আর এই কাজটি করতে বেশি ব্যয়ও করতে হবে না।
+ There are no comments
Add yours