কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচ থেকে ২০ লাখ টাকা উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তথ্যটি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম।
পৃথক অভিযানে শুক্রবার (১৫ জুলাই) ভোরে নয়াপাড়া ও চাকমরকুল ক্যাম্পে অভিযান চালিয়ে নুর বারেক ও মোহাম্মদ আলম নামে দুই রোহিঙ্গাকে আটক করা হয়।
জানা যায়, ২১ লাখ ৩৮ হাজার ৫০০ টাকাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়। এর মধ্যে মাটি খুঁড়ে ২০ লাখ টাকা উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
একই দিন টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক লাখ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ আলম নামে আরও এক রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
+ There are no comments
Add yours