আগামী ১৯ জুলাই চট্টগ্রামে দিনব্যাপী বুস্টার ডোজ ক্যাম্পেইন করবে স্বাস্থ্য বিভাগ। ৪ মাস আগে করোনার দ্বিতীয় ডোজ নেয়া যে কেউ টিকা কার্ড সঙ্গে নিয়ে এসে বুস্টার ডোজ গ্রহণের সুযোগ পাবেন।
ক্যাম্পেইনে ফাইজারের টিকা দেয়া হবে বুস্টার ডোজ হিসেবে। দিনব্যাপী পুরো জেলায় মোট ৩ লাখ ৬৮ হাজার জনকে বুস্টার ডোজ দেয়ার লক্ষ্য ঠিক করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এর মধ্যে ৪৭ হাজার ডোজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ও বাকি টিকাগুলো দেয়া হবে জেলার ১৫ উপজেলায়।
আগামী ১৯ জুলাই পুরো চট্টগ্রাম জেলাতে একযোগে বুস্টার ডোজ ক্যাম্পেইন করার বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয়। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১৫ উপজেলার ইউনিয়ন পর্যায়ে মোট ৬০০টি ওয়ার্ডে গড়ে ৫০০ করে ভ্যাকসিন প্রদান করা হবে। ইউনিয়ন পরিষদ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩টি টিম এই ক্যাম্পেইন পরিচালনা করবে।
+ There are no comments
Add yours