শুক্রবার (১৫ জুলাই) রাজধানী নমপেনে বাংলাদেশ এবং কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে উভয়পক্ষ বাণিজ্যের পরিমাণ বাড়াতে জোর দেয়। বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে পর্যাপ্ত সম্ভাবনা থাকার পরও বর্তমান পরিসংখ্যান সন্তোষজনক নয়। বর্তমানে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়াতে সম্মত হয়েছে।
ঢাকার পক্ষে দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অন্যদিকে নমপেনের পক্ষে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখন নেতৃত্ব দেন। উভয়পক্ষ দুই দেশের সম্পর্কের গুরত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করেন।
ড. মোমেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ত্বরান্বিত করতে কম্বোডিয়ার আরও সক্রিয়া ভূমিকা চান।
বৈঠক শেষে মোমেন ও সোখনের উপস্থিতিতে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং কম্বোডিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের মধ্যে একটি সমঝোতা স্মারক সই করা হয়।
+ There are no comments
Add yours