প্রাথমিক শিক্ষকদের গ্রেড জটিলতা নিরসনের দাবি

Estimated read time 1 min read
Ad1

প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেড দেওয়া এবং প্রাথমিক শিক্ষকদের মধ্যে সিনিয়র-জুনিয়র বেতন বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

শনিবার (১৬ জুলাই) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সমিতির ঈদ পুর্নমিলনী ও কেন্দ্রীয় কমিটির সভায় শিক্ষকরা এই দাবি জানান।

শিক্ষকদের দাবি ও সমস্যা সমাধানের বিষয়ে সারাদেশ থেকে আসা শিক্ষক সমিতির সদস্যরা বলেন, চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের পদোন্নতি দিতে হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে হবে, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও টাইম স্কেল জটিলতা নিরসন করতে হবে, সহকারী শিক্ষকদের ২য় শ্রেণির মর্যাদা ও প্রধান শিক্ষকদেরকে ১ম শ্রেণির মর্যাদায় উন্নীত করতে হবে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া এবং জুনিয়র ও সিনিয়রদের মধ্যে বেতন বৈষম্য নিরসন ও সহকারী শিক্ষক থেকে শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়া এবং ডিপিএড প্রশিক্ষণার্থীদের উচ্চধাপে বেতন নির্ধারণের কথা বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours